তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

খালেদা জিয়ার জানাজার আগে চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, 'নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।'

১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি এ সফরে তারেক রহমানের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাওয়ার কথা ছিল।

মির্জা ফখরুল বলেন, 'আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।'

'কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করা হয়েছে। তারা শহীদ হয়েছেন।'

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বীরকে গুলি করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা ইতোমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি এবং ক্ষোভ প্রকাশ করেছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।'

'আমরা বারবার সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি যে, এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সব ধরনের উদ্যোগ নিতে আমরা আবারও সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English