ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে এই প্ল্যাটফর্মের ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বলেন, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে।

এর আগে, শনিবার অপারেটরদের ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হয়।

তার একদিন পর আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ দেওয়া হলো।

 

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago