চট্টগ্রাম বন্দর ইজারার সিদ্ধান্ত বাতিল দাবির মিছিলে পুলিশি বাধা, অনশনের ডাক

চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর। স্টার ফাইল ফটো

নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা দেশি-বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

আজ বুধবার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলের আগে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে এক সমাবেশে স্কপ নেতারা আগামী ১ নভেম্বর একই দাবিতে অনশনের ডাক দেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হবে।

আজ সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া ওই সমাবেশে স্কপ-ভুক্ত শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মীর সঙ্গে বন্দরের শ্রমিক-কর্মচারীদের একাংশ যোগ দেন।

শ্রমিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, শ্রমিকদের দাবি মানা না হলে সভা-সমাবেশসহ হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। শ্রমিকদের পেটে লাথি দিয়ে বন্দর বিদেশিদের দেওয়া যাবে না।

তিনি অভিযোগ করেন, বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার জন্য বন্দরের মাশুল বাড়ানো হয়েছে, অতিরিক্ত উচ্চ হারে গেট পাস, যানবাহনের প্রবেশ ফি নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।

অনশন কর্মসূচির ডাক দিয়ে তপন দত্ত বলেন, আগামী ১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় শত শত শ্রমিক-কর্মচারী অনশনে বসবে।

বন্দরের খরচ বাড়লে সাধারণ ক্রেতাদের ওপর এর চার পড়বে উল্লেখ করে এই শ্রমিক নেতা অনশন কর্মসূচিতে বন্দর শ্রমিক-কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রবিউল হক, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সমাবেশে শেষে আগ্রাবাদ মোড় থেকে একটি মিছিল বন্দর অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বন্দর এলাকার কাছাকাছি নগরীর বারিক বিল্ডিং মোড়ের কাছে মিছিলটি আটকে দেয়।

এসময় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে নেতারা কর্মীদের শান্ত করে সেখানে মিছিল শেষ করেন।

গত ১১ অক্টোবর থেকে এক মাসের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

11h ago