অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি: স্টার

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় এক অসুস্থ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অন্তত তিন ঘণ্টা বন্দর উপজেলার মদনপুর এলাকায় লারিজ ফ্যাশন লিমিটেড কারখানাটির সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্দ শ্রমিকরা।

এতে ব্যস্ততম মহাসড়কটিতে কয়েক কিলোমিটার তীব্র যানজট দেখা দেয়।

বিক্ষুব্দ শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার কারখানাটির সুইং সেকশনের অপারেটর রিনা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

কারখানাটির শ্রমিকদের অভিযোগ, অসুস্থ ওই নারী কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পাননি। বাধ্য হয়ে কারখানায় কাজ করতে থাকা ওই নারীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ওই নারী শ্রমিকের মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষ দায়ী- এমন অভিযোগ তুলে জড়িত কর্মকর্তাদের চাকরিচ্যুতের দাবিতে সোমবার সকালে কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

'শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে রাখেন। আমরা শান্তিপূর্ণভাবে তাদের মহাসড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কিছুটা শান্ত হন এবং রাস্তা ছেড়ে দেন। এতে যানজট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।'

কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি কাজ করেনি দাবি করে লারিজ ফ্যাশনের এক কর্মকর্তা বলেন, 'অসুস্থতার কথা জানানোর পরই তাকে হাসপাতালে নেওয়া হয়। এ নারী শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলে তার দাফন-কাফনের সব দায়িত্বও কারখানার পক্ষ থেকে নেওয়া হয়েছে।'

শিল্প পুলিশ সদস্যরা শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে আলোচনায় বসেছেন। এ বিষয়ে আইনগত সমাধান দেওয়া হবে বলে জানান বন্দর থানার ওসি লিয়াকত আলী।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago