ময়মনসিংহে রেললাইন খুলে ফেলল দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকেল থেকে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা আন্দোলন করছেন। এরমধ্যেই সেখানে দুর্বৃত্তরা রেললাইন খুলে সরিয়ে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া ঈদগাহ মাঠ এলাকায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এ পরিস্থিতিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, অজ্ঞাত দুস্কৃতকারীরা রেললাইনের ২০ ফুট অংশের নাট খুলে নিয়ে যায়। ইঞ্জিনসহ সামনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আপাতত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে আরও ঘণ্টা দুয়েক লাগতে পারে।
এর আগে শনিবার বিকেলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রেললাইন অবরোধ করেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন। রোববার আবারও অবরোধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরে গফরগাঁও এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল আংশিকভাবে শুরু হয়। লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শিডিউল বিপর্যয়ে আট ঘণ্টা দেরিতে ঢাকায় ফিরছিল।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে বলেন, ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলা হয়। ট্রেনে শতাধিক যাত্রী ছিল। চালক সচেতন না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঢাকা ও ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।


Comments