তৃণমূল নেতাদের সতর্ক করল বিএনপি
আসন্ন জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিরোধিতা করলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি।
গতকাল রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা এ ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠকে তিনি আশা প্রকাশ করেন, তারা শৃঙ্খলা বজায় রাখবেন এবং নির্বাচনের আগে বিচ্যুত না হয়ে দলের সব সিদ্ধান্ত মেনে চলবেন।
যেখানে দল প্রার্থী দিচ্ছে না, সেখানে জোট সঙ্গীদের সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
এদিন বিএনপি নেতারা বিকেল থেকেই গুলশান চেয়ারপার্সন অফিসে আশেপাশে জড়ো হতে শুরু করেন। সমর্থকদের উপস্তিতিতে পুরো এলাকায় ভিড় দেখা দেয়, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিএনপি হাইকমান্ড প্রতিটি নির্বাচনী এলাকার জন্য একক প্রার্থী মনোনীত করার জন্য সভা করছে। তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সভায় যোগ দিচ্ছেন।
ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট এবং রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের আজ বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গতকাল চট্টগ্রাম ও রংপুরের নেতাদের সঙ্গে বৈঠকে তারেক প্রায় ৪০ মিনিটের বক্তৃতা দেন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ অন্যদের মধ্যে বক্তব্য দেন।
চট্টগ্রাম-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. মহিউদ্দিন জানান, বৈঠকে সালাহউদ্দিন সতর্ক করে দেন, যদি প্রার্থীরা দলের সিদ্ধান্ত মেনে না নেন, তাহলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
'সেই সময় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন ঠিক বলেছেন। কিন্তু তিনি (তারেক) বহিষ্কারই একমাত্র সমাধান চান না,' দ্য ডেইলি স্টারকে বলেন মহিউদ্দিন।
চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়নপ্রত্যাশী নাজমুল মোস্তফা আমিন বলেন, 'তারেক রহমান আমাদের বলেছেন, যদি কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, তবে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবেন; কিন্তু তিনি এমনটি করতে চান না এবং পছন্দও করেন না।'
চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন, তারেক রহমান ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা তাদের সতর্ক করে দিয়েছেন, তারা যদি দলের নির্বাচিত প্রার্থীদের সমর্থন না করেন, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় তারেক রহমান আরও নির্দেশ দেন, যারা দলের টিকিট পাচ্ছেন, তারা যেন মনোনয়ন পাওয়ার পর তাদের এলাকায় উল্লাস না করেন। পাশাপাশি উৎসব বা মিষ্টি বিতরণ না করেন।
তারেক রহমানকে উদ্ধৃত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এম ইদ্রিস মিয়া বলেন, 'মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই টিকিটবঞ্চিতদের বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচারণায় তাদের সহযোগিতা চাইতে হবে।'
তিনি বলেন, আসন্ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়ী হওয়া ছাড়া আর কোন অপশন নেই বলেও বলেন তিনি।
'দলকে নিজের সন্তানের মতো এবং মায়ের মতো ভালোবাসতে হবে', বলেন চট্টগ্রাম উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন।
চট্টগ্রাম-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী বেলায়েত বলেন, যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে, তাহলে দলের ভেতরে সবারই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা মনোনয়ন পাবেন না, দল তাদের মূল্যায়ন করবে।
চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নুরুল আমিন বলেন, দেশ ও দলকে বাঁচাতে আসন্ন নির্বাচনে বিএনপির জয়লাভ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কুমিল্লা (প্রস্তাবিত), ফরিদপুর (প্রস্তাবিত) এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে পৃথক বৈঠকে তারেক রহমান বলেন, বিএনপি সব দলকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায়। এই কারণে দলীয় নেতাদের সেই অনুযায়ী কাজ করতে হবে।
সভা শেষে নেতারা হাত তুলে দল মনোনীত প্রার্থীদের সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন।
কুমিল্লা-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, বিএনপির ওপর বিএনপির আস্থা রয়েছে। তারেক রহমান আমাদের বলেছেন, সেই আস্থা বজায় রাখতে হবে। কোনো বিতর্কিত পদক্ষেপ নেওয়া উচিত নয়। আমরা সবাই দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা মনোনয়ন পাবেন না, দল তাদের মূল্যায়ন করবে।
চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নুরুল আমিন বলেন, দেশ ও দলকে বাঁচাতে আসন্ন নির্বাচনে বিএনপির জয়লাভ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কুমিল্লা (প্রস্তাবিত), ফরিদপুর (প্রস্তাবিত) এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাথে পৃথক বৈঠকে তারেক রহমান বলেন, বিএনপি সব দলকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চায়। এই কারণে দলীয় নেতাদের সেই অনুযায়ী কাজ করতে হবে।
সভা শেষে নেতারা হাত তুলে দল মনোনীত প্রার্থীদের সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন।
কুমিল্লা-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, বিএনপির ওপর বিএনপির আস্থা রয়েছে। তারেক রহমান আমাদের বলেছেন, সেই আস্থা বজায় রাখতে হবে। কোনো বিতর্কিত পদক্ষেপ নেওয়া উচিত নয়। আমরা সবাই দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


Comments