জাতীয় স্মৃতিসৌধের পথে তারেক রহমান

স্মৃতিসৌধে বিএনপি নেতাদের শ্রদ্ধা
শুক্রবার বিকেল ৫টা ৬মিনিটে তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। ছবি: স্টার

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের সিনিয়র নেতারা।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  

তিনি বলেন, জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিয়েছেন। যেহেতু পুষ্পস্তবক অর্পণ করার একটি নিয়ম-নীতি রয়েছে, সেটি সূর্যাস্তের আগে, তাই আমরা উনার পক্ষ থেকে বিকেল ৫টা ৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করলাম। উনি কিছুক্ষণ পরেই আসবেন।

এছাড়া বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ বিকেল ৪টা ৫০মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এরপর দোয়া ও মোনাজাত করেন তিনি।
 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago