জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এ সময় তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর সেখান থেকে বের হয়ে গাড়িতে বসে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তারেক রহমান।
এর আগে সন্ধ্যায় সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা।
রাতে শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় অপেক্ষা করায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।'
পরে রাত ১০টা ৩২ মিনিটে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে।
তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

Comments