গণঅধিকারের রাশেদকে আসন ছেড়ে দেওয়ায় ঝিনাইদহে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনে বিএনপি জোট থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

আজ বুধবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে কালীগঞ্জে যারা বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত একজনকে প্রার্থী করা হয়েছে। 

তারা অভিযোগ করেন, রাশেদ খান এই এলাকার ভোটার নন এবং এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের আকাঙ্ক্ষার পরিপন্থী। এতে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা মন্তব্য করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ ও জাবেদ আলী।

এছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

তারা স্থানীয় রাজনীতিতে পৃথক পৃথক গ্রুপ নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান দ্য ডেইলি স্টারকে  বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে বৈঠকে তাকে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী করার বিষয়টি জানানো হয়। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী জনসভা করবেন বলেও তাকে জানানো হয়েছে।

এদিকে মনোনয়ন ঘোষণার পর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ তার ফেসবুক পোস্টে দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করে লেখেন, আজীবন তিনি নেতাকর্মীদের কাছে ঋণী থাকবেন।

Comments