খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ

khaleda zia
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন' বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী দিনে চিকিৎসায় তিনি কীভাবে সাড়া দেন, সেটার ওপর তার সুস্থতা নির্ভর করবে। সময় বলে দেবে তিনি সংকট কতটা কাটিয়ে উঠতে পারবেন।

'আমরা সবাই জানি খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন। আমি গত পরশুদিন বলেছিলাম, তিনি সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ আরও জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ডা. জাহিদের সংবাদ সম্মেলনের আগে প্রায় ৪ ঘণ্টা হাসপাতালে ছিলেন খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ২টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবনে যান।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গতকাল তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের সদস্যরা হাসপাতালে যান। খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম এবং তার ছোট ভাই শামীম ইস্কান্দারও হাসপাতালে গিয়েছিলেন।

৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও আছে তার।

হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

এই মাসের শুরুতে চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতির কারণে পরবর্তীতে তা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia's political life

The untold history of why Khaleda Zia entered politics

Why did Khaleda Zia, a typical housewife who had become widow at a critical age in terms of Bangladesh's culture, join politics?

1h ago