আসুন ছোট ছোট কাজ করার মধ্য দিয়েই দেশ গড়ার কাজে যুক্ত হই: তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে রাস্তায় অপেক্ষমাণ নেতাকর্মীদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান, তারা যেন রাস্তাটি ছেড়ে দেন।
তিনি বলেন, 'আমরা যদি রাস্তা বন্ধ করে রাখি, তাহলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে।'
আজ সোমবার দলীয় কার্যালয়ের তৃতীয় তলার বারান্দা থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তারেক রাহমান।
নয়াপল্টনে আজ বিএনপির কোনো কর্মসূচি নেই উল্লেখ করে তিনি বলেন, 'যেহেতু এখানে আমাদের কোনো কর্মসূচি নেই, তাই চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটি খুলে দিতে, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে।'
এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে সবসময় দেশের জন্য কাজ করে যেতে।
তারেক রহমান বলেন, 'আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকেই আসুন আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। কোথাও যদি রাস্তায় কাগজ পড়ে থাকে, ময়লা পড়ে থাকে, দরকার হলে সেটা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট কাজ করার মধ্য দিয়েই আসুন, আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে যুক্ত হই।'
সর্বশেষ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।
১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে আজ প্রথমবারের মতো তারেক রহমান গিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। দলের গুলশান কার্যালয় থেকে রওনা হয়ে দুপুর সাড়ে ৩টার দিকে সেখানে পৌঁছান তিনি।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় বলে নেতারা জানান।


Comments