মনোনয়ন নিয়ে বিএনপির ক্ষোভ, রেলপথে আগুনে ৬ ঘণ্টা ধরে ট্রেন বন্ধ

গফরগাঁওয়ে রেললাইনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে রেলপথ অবরোধ করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে আগুন দেয়। এতে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সবশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি বলে ময়মনসিংহ রেলওয়ের সুপারিন্টেন্ড আব্দুল্লাহ আল হারুন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা গফরগাঁওয়ে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, 'ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক করার কাজ চলছে।'

জানতে চাইলে গফরগাঁও পৌর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে বিএনপির কয়েকটি পক্ষ আছে। একজনকে মনোনয়ন দেওয়ায় অন্যান্য পক্ষগুলো রেলপথ অবরোধ করেছে। কিন্তু আমি মনে করি, দলের স্বার্থে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার জন্য কাজ করাই সবার জন্য মঙ্গলজনক।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago