মশা নিয়ন্ত্রণে মার্কিন প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার শুরু চসিকের
নগরজুড়ে মশা নিয়ন্ত্রণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চসিকের ৩৯ নম্বর (দক্ষিণ হালিশহর) ওয়ার্ড অফিসের সামনে থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চসিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলক প্রয়োগ থেকে পাওয়া প্রাথমিক অভিজ্ঞতার ভিত্তিতে চসিক সোমবার থেকে ওয়ার্ড পর্যায়ে বিটিআই (ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস) প্রয়োগ শুরু করেছে।
চসিক কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের নতুন ধাপে যাচ্ছে। এর আগে মশা নিয়ন্ত্রণে টেমিপোস ফিফটি ব্যবহার করতো চসিক।


Comments