মীন: সাফল্যের মুকুটে যোগ হবে নতুন কিছু পালক

সাফল্যের মুকুটে যোগ হবে নতুন কিছু পালক
সাফল্যের মুকুটে যোগ হবে নতুন কিছু পালক

নতুন বছর কিছু ভালো খবর কড়া নাড়তে চলেছে মীনমানব-মানবিদের দরজায়। বছরের প্রথম মাসে রবি ঠাকুরের সুরে মঙ্গল শুনিয়ে যাবে, 'মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।' তাই শুরু থেকেই আনন্দ উল্লাস করবেন ঠিকই, কিন্তু একটু পকেট সামলে। 

কারণ জানুয়ারির শেষে খরচাপাতির আশঙ্কা দেখা যাচ্ছে।

রাশিফল অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। বিশ্বাস-অবিশ্বাসের জায়গাটা একান্ত ব্যক্তিগত। শুধু আগ্রহী পাঠকদের জন্য অ্যাস্ট্রোসেইজ.কম ও টাইমস অব ইন্ডিয়ার ২০২৩ সালের রাশিফল থেকে দ্য ডেইলি স্টারের এই উপস্থাপনা।

ইংরেজি প্রবাদ 'কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লোদ' মাথায় রাখলে হিসেবের চিন্তা কমতে পারে ফেব্রুয়ারির আগমনে। বিদেশ থেকে টাকাকড়িও পেতে পারেন। ব্যবসাপাতিতে মন দিলে দেশের বৈদেশিক মুদ্রা সংকটে ভূমিকা রাখতে পারেন প্রিয় মীন। তাই খরচও করুন ভেবেচিন্তে। 

পাশাপাশি মীন রাশির কপাল ভালো করতে বৃহস্পতি এ বছর বেশ তুঙ্গে থাকবে। বৃহস্পতির সুনজর বজায় থাকবে ২২ এপ্রিল পর্যন্ত। তবে ২৮ মার্চের দিকে এসে কিছুটা লঘু হবে ভাগ্যদশা; এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন অ্যাস্ট্রোসেইজ.কমের জ্যোতিষী আচার্য্য ডক্টর মৃগাঙ্ক। 

আসছে ফাগুনে বিবাহিত কপোত-কপোতীর জন্য কাটবে ভালোবাসার মৌসুম। একে অপরের চোখে চোখ রেখে হয়তো গানও হবে,  'এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, এ কী বন্ধনে জড়ালে গো বন্ধু'। পরবাসী জীবনসঙ্গীর সঙ্গে যাত্রা আরও সুন্দর হবে। দেশ-বিদেশ ঘুরে বেড়াবার সম্ভাবনাও বাদ দেওয়া যাচ্ছে না। তাই প্রেমের জোয়ারে ভাসতে আর ব্যাকপ্যাকখানা গুছিয়ে ফেলতে প্রস্তুত হোন, প্রিয় মীন।

মার্চে এসে একটু দুশ্চিন্তার বলিরেখা ছুঁয়ে যাবে পারিবারিক জীবনে। বিশেষত মায়ের স্বাস্থ্যের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। ওদিকে দাম্পত্য জীবনে ফেব্রুয়ারির সুবাতাস মার্চে বদলে যেতে গুমোট আবহাওয়ায়। বাড়তে পারে কোলাহল। পকেটের সুস্বাস্থ্য রক্ষায় সচেতন থাকতে হবে; মেজাজ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। ঠিকঠাক চলতে পারলে উপার্জন বৃদ্ধি পাবে, এমনকি কিনে ফেলতে পারেন জমি বা গাড়ির মতো মূল্যবান সম্পদ। 

জীবনে কিছুই স্থায়ী নয়, এমনকি জীবন নিজেও নয়। তাই ওঠানামার জন্য প্রস্তুত থাকবেন এই এপ্রিলে। তবে সব ওঠানামা কিন্তু খারাপ হয় না। কোনো বিশেষ বন্ধুর সঙ্গে বন্ধন গাঢ় হবার পাশাপাশি আছে হৃদয়বদলের সম্ভাবনাও। প্রেমের সুরে মেতে উঠবে মীনের মন। ছোটখাটো সফরের সুযোগ ধরা দেবে, ভ্রমণে কাটবে আনন্দের সময়। সম্পর্কের রেসিপিতে নতুন করে মিশবে ভালোবাসার পাঁচফোঁড়ন। 

তবে এপ্রিলের শেষের দিকে, ২২ তারিখে পারিবারিক জীবনে দুশ্চিন্তা জন্ম নেবে। পরিবারের কারও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা আছে। অনাকাঙ্ক্ষিত কোন্দলের সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। 

সন্তানের দিকে বাড়তি নজর রাখুন। তাদের যদি মন পড়ার টেবিলে নাও বসতে পারে, তাই খেয়াল রাখবেন। নয়তো পরে দুশ্চিন্তায় পড়বেন। খেয়াল রাখবেন নিজের মেজাজের দিকেও। কাছের মানুষদের ওপর রাগ দেখিয়ে ফেলায় দুদিকেই মনের আকাশে মেঘ জমতে পারে। তবে এত ঝামেলার পরও পকেট ভারী হবার ভালো সুযোগ আসবে, তাই ভালোভাবে কাজ করে যেতে হবে। 

জুন মাসে খরচপাতির দিকে ডানহাত-বাঁহাত দুইই ভালোমতো চলবে মীনদের। অর্থপ্রাপ্তি ও ব্যয়, দুদিকেই দারুণ গতির আভাস পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের কপালে ভাঁজ পড়বে, বই-খাতা আর আগের মতো ভালো নাও লাগতে পারে। মনোযোগ ধরে রাখুন।  

পারিবারিক কোন্দলের এই সময়টাতে মীন রাশির জাতকদের ভালো খাবার খাওয়াও দরকার, নয়তো পেটের পীড়া হবার ব্যাপক আশঙ্কা আছে। প্রতিবেলার পাতে শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকর খাবার রাখতে হবে।

অনেকদিন ধরে ঝুলে থাকা কোনো সমস্যার সমাধান হতে পারে বছরের জুলাই মাসের পর। শত্রুদের হারিয়ে দিয়ে জয়গান গাইবেন মীন। 

অফিসের ডেস্কে ভালো সময় যাবে। দীর্ঘদিনের পরিশ্রম শেষমেশ সুফল বয়ে আনবে। বিশ্বাস হারালে চলবে না। অপেক্ষার পালা ফুরাবে; অনেকদিনের আটকে থাকা প্রমোশনটা এবার হয়ে যেতে পারে। 

ক্যারিয়ার‍ নিয়ে সচেতন মীনজাতকদের এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানো জরুরি। ঠিক দানটা ফেলতে পারলে বিদেশে যাবার সুযোগও রয়েছে।

এপ্রিলের মতো আগস্টেও রোলার কোস্টার রাইড হবে। মাসের শুরুতে ব্যবসা ভালোমতো চললেও শেষদিকে লাভের মুখ দেখতে সমস্যায় পড়তে হতে পারে। তবে লেগে থাকলে কেটে যাবে সংকট। 

হিসেবের খাতাটা ভালোমতো বুঝে নিন। ব্যবসার জন্য এদিক-ওদিক, বহুদিকেই যেতে হবে। সফরের সাফল্যও কম হবে না। 

দাম্পত্যজীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে, তাই বাড়তি নজর দিন সঙ্গীটির দিকে। অবহেলায় মরচে না ধরুক সম্পর্কের জানালায়। পরিশ্রম আজো সৌভাগ্যের প্রসূতি, তাই শুধু ভাগ্যের ওপর সবকিছু ছেড়ে না দিয়ে সবদিকেই পরিশ্রমকে সর্বাগ্রে রাখতে হবে। 

সেপ্টেম্বর কিছু নতুন ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আসবে। এই সময়টায় বৈবাহিক জীবনের সমস্যাগুলো বাড়তে পারে। জীবন বিভিন্ন ওঠানামার মধ্য দিয়ে যাবে। 

প্রতিকূল পরিবেশে নিজের যত্ন নিজে নেবার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রেমের সম্পর্কে কোনো বড় সিদ্ধান্ত নিতে হকচকিয়ে যাবার বিশাল সম্ভাবনা আছে। অন্যের বিষয়ে নিশ্চিত হবার আগে নিজেকে আবিষ্কারের চেষ্টা চালিয়ে যেতে হবে। 

সক্রেটিসের 'নিজেকে জানো' তত্ত্বের প্রয়োগ ঘটানোর এটাই সঠিক সময়। নিজের ভুলগুলো থেকে না পালিয়ে সেগুলোকে গ্রহণ করতে হবে। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে শুধরাতে হবে সেইসব ভুল। 

অক্টোবরে মঙ্গলগ্রহের অষ্টম ঘরে অবস্থান মীন রাশির জাতকদের কারণে-অকারণে বিপদে ফেলতে পারে, তাই সাধু সাবধান! গাড়ি চালানোর সময় নজরটা স্টিয়ারিং হুইলেই রাখুন। একইভাবে ঝুঁকি এড়াতে থাকুন শ্বশুরবাড়ির সঙ্গেও, নইলে কোন্দলের সম্ভাবনা রয়েছে। যেখানে হাত দেবেন, সোনা ফলবে না এই মাসে। কোনো না কোনো কাজ আটকে যেতে পারে, তবে টাকা-পয়সাও আসবে। 

তবে অর্থপ্রাপ্তির প্রবণতা পোক্ত হবে নভেম্বরের ঘরে গিয়ে। কেন না দ্বিতীয় ঘর থেকে তখন রাহু চলে যাবে, রয়ে যাবে বৃহস্পতির কল্যাণ। আগের মাসগুলোতে আসা পারিবারিক ঝামেলাগুলোও এ মাসে মিটে যাবে। অফিসে সম্মান বাড়বে। 

কথায় আছে, 'শেষ ভালো যার, সব ভালো তার'। তাই শেষ মাস ডিসেম্বরে মীন রাশির লোকেরা প্রত্যাশার চেয়ে বেশি অর্জন করবে। সাফল্যের মুকুটে যোগ হবে নতুন কিছু পালক। বছরের 'মধুরেণ সমাপয়েৎ'টা তোলা থাকবে মীনের হাতে। 

 

গ্রন্থনা: অনিন্দিতা চৌধুরী

 

 

 

Comments

The Daily Star  | English

Ctg port congestion turns acute

Chattogram port has been experiencing severe berth congestion and high container yard density for weeks, leaving vessels stranded at the outer anchorage for up to 11 days and yard occupancy crossing well above the optimal level.

12h ago