আমরা রঙিন নাকি সাদাকালো স্বপ্ন দেখি?
আমরা প্রায়ই স্বপ্ন দেখি, কিন্তু বেশিরভাগ সময় মনে রাখতে পারি না। কখনো কখনো সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা মনে পড়ে, তাও বেশ অস্পষ্ট! কিন্তু রঙের কথা! সেটা মনে করা কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হলো স্বপ্নের রঙ কী? আমরা রঙিন নাকি সাদাকালো স্বপ্ন দেখি?
এই প্রশ্ন নিয়ে অনেক বিতর্ক আছে। এটা নিয়ে দীর্ঘ গবেষণা হয়েছে। তবে আধুনিক গবেষণা বলছে, টেলিভিশন ও চলচ্চিত্র আমাদের স্বপ্ন দেখা ও মনে রাখার ওপর প্রভাব ফেলে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার দর্শন শাস্ত্রের অধ্যাপক এরিক শোইটজেবেল বিজ্ঞান সাময়িকী লাইভ সায়েন্সকে বলেন, আমরা রঙিন মিডিয়া দেখে অভ্যস্ত। তাই মনে করি, স্বপ্নও সিনেমা বা ইউটিউবের মতো রঙিন হয়। মানে আমরা ধরে নিই, স্বপ্নে যা দেখেছি তাও রঙিন।
অবশ্য ১৯৬০ দশকের আগে গবেষকরা মনে করতেন, আমরা কেবল সাদাকালো স্বপ্ন দেখি। তখনকার জরিপেও এমন তথ্য উঠে এসেছিল। যেমন ১৯৪২ সালে ২৭৭ জন কলেজ শিক্ষার্থীর ওপর একটি জপির করা হয়। ওই জরিপে দেখা যায়, ৭০ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী খুব কম বা কখনোই রঙিন স্বপ্ন দেখেনি।
তার প্রায় ৬০ বছর পর প্রফেসর এরিক শোইটজেবেল ১২৪ জন কলেজ শিক্ষার্থীর কাছে একই প্রশ্ন করেন। তবে এবারের ফলাফল পুরোপুরি বিপরীত। নতুন জরিপে দেখা যায়, মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বলেছে, তারা কখনো রঙিন স্বপ্ন দেখেনি। মানে বাকিরা মনে করে, তারা রঙিন স্বপ্ন দেখেছে।
লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ের অন্যান্য গবেষণাতেও একই রকম ফল দেখা গেছে। আধুনিক গবেষকরা স্বপ্ন দেখার ক্ষেত্রে একটি প্যাটার্নের কথা বলেছেন। তারা বলছেন, যাদের জন্ম রঙিন টেলিভিশন ও সিনেমার আগের যুগে, তাদের সাদাকালো স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি। তার মানে গবেষণা বলছে, আমরা স্বপ্নকে কীভাবে বুঝব তা মূলত আমাদের মিডিয়া ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে।
তবে, মনোরঞ্জন বা বিনোদনই একমাত্র কারণ নয়। বরং আমরা যে স্বপ্ন দেখি, তা কতটা মনে রাখি এবং কোন বিষয়গুলো মনে থাকে তাও অনেক গুরুত্বপূর্ণ।
জার্মানির সেন্ট্রাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথের প্রধান মাইকেল শ্রেডল বলেন, স্বপ্ন হলো ঘুমের সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা। আর কেউ ঘুম থেকে ওঠার পর মনে করতে পারলেই কেবল স্বপ্নের কথা জানতে পারি।
তিনি বলেন, 'এখানে মূল ব্যাপার হলো, কে কতটা ভালোভাবে মনে রাখতে পারে।'
তার ভাষ্য, যেমন জাগতিক জীবনের কোনো বস্তু হলে তার রঙ আমরা সহজেই ভুলে যায়। বিশেষ করে সেটা যদি প্রত্যাশিত রঙের সঙ্গে মিলে যায়। উদাহরণ হিসেবে কলার কথা বলা যেতে পারে। স্বপ্নে দেখা হলুদ কলা আমাদের ওপর বিশেষ প্রভাব ফেলবে না।
'এর মানে হয়তো ব্যক্তি এ নিয়ে খুব ভাবেন না, তাই মনে থাকে না। কিন্তু যদি স্বপ্নে একটি নিয়ন-গোলাপী কলা দেখা দেয়, তাহলে তা বেশি প্রভাব ফেলতে পারে,' বলেন তিনি।
লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়, আমরা প্রতিনিয়ত কিছু জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এজন্য সেগুলোর রঙ নিয়ে ভাবি না। তাই স্বপ্নে একটি হলুদ কলা হয়তো কোনো প্রভাব ফেলবে না। কিন্তু গোলাপি কলা? এটা আমরা দেখতে অভ্যস্ত নয়, তাই এটার কথা বেশি মনে থাকবে।
মাইকেল শ্রেডল জানান, কোনো রঙ যদি বিশেষ অর্থ বহন করে, তবে তা বেশি মনে রাখার সম্ভাবনা থাকে। এটি মূলত রঙের জন্য নয়, বরং রঙ কীভাবে ব্যক্তিকে প্রভাবিত করছে তার ওপর নির্ভর করে।
তিনি বলছেন, স্বপ্ন রঙিন নাকি সাদাকালো, এই প্রশ্নটাই আসলে ভুল। কারণ স্বপ্নে অনেক সময় বোঝা যায় না, সবকিছু ঝাপসা লাগে। আর ঘুম ভাঙার পর আমরা যেভাবে গল্প করে বলি, সেটাও আমাদের দেখা স্বপ্নের মতো হয় না। আমরা ধারণা যা বলি তার বেশিরভাগ ধারণা করেই বলি। মোটকথা হলো, স্বপ্ন আসলে রঙিন নাকি সাদাকালো—এই প্রশ্নের সঠিক উত্তর নেই। বরং এটা নিয়ে হয়তো তর্ক-বিতর্ক আরও চলতে থাকবে।


Comments