‘স্বপ্ন’তে আলু-ডিম-মাছ-মাংসে মূল্যছাড়

ক্রেতাদের জন্য দেশের জনপ্রিয় সুপারশপ 'স্বপ্ন' আলু, ডিম, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় দিয়েছে। 

আজ শুক্রবার ও আগামীকাল শনিবার এসব পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে কিনতে পারবেন ক্রেতারা।

স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার পাশাপাশি খোলা চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেওয়া হবে না।

ডিসকাউন্ট মূল্যে আলুর (ডায়মন্ড) কেজি ৩৬ টাকা, ডিম (ফার্ম ব্রাউন) প্রতি পিস ১০ টাকা, পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৮৫ টাকা, গরুর মাংস প্রিমিয়াম (কিউব) প্রতিকেজি ৭৩০ টাকা, ফুলকপি প্রতিটি ৩৫ টাকা, ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম) প্রতিটি ৩৭৯ টাকা, রুই মাছ (১ থেকে দেড় কেজি) প্রতিটি ২৮৫ টাকা, গলদা মাছ কেজি (৩০-৪০ পিস)    ৬৯৯ টাকা, মিনিকেট চাল প্রিমিয়াম (লুজ) প্রতিকেজি ৬৬ টাকা, মসুর ডাল (ছোট দানা) প্রতিকেজি ১২০ টাকা।

ছাড়ের সুযোগ নিয়ে বেশি পণ্য কিনে কেউ যেন ব্যবসা না করতে পারে সেজন্য আউটলেট থেকে একজন সর্বোচ্চ ২ কেজি আলু কিনতে পারবে বলে স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago