আগারগাঁওয়ের তালতলায় ‘স্বপ্ন’র নতুন আউটলেট

এটি ‘স্বপ্ন’র ৩৯৬তম আউটলেট। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম রিটেইল চেইন শপ 'স্বপ্ন' এখন ঢাকার আগারগাঁওয়ের তালতলাতে। গতকাল শুক্রবার দুপুরে 'স্বপ্ন'র ৩৯৬তম এই আউটলেটটি উদ্বোধন করা হয়।

নতুন এ আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বপ্ন'র হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, রিজিওনাল হেড অব অপারেশন সমীর ঘোষ সানি, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন মোহাম্মদ আকবার হোসেন এবং তানভীর আহমেদ পাভেলসহ আরও অনেকে।

'স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, 'আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এই এলাকার সব গ্রাহক 'স্বপ্ন'তে নিয়মিত বাজার করবেন। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় 'স্বপ্ন'।

'স্বপ্ন'র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে গ্রাহকদের জন্য আছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

'স্বপ্ন'র এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর—০১৭০৮-১৩৮৪৮৩। আউটলেটের পুরো ঠিকানা—হোল্ডিং নাম্বার : ৯৭/৩, পশ্চিম কাফরুল, শেরেবাংলা নগর, তালতলা, আগারগাঁও, ঢাকা।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago