ভাঙ্গায় আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও মহাসড়ক অবরোধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে আজ টানা দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন।

আজ সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকাপ ভ্যান, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে।

তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌর সাতটার দিকে এ অবরোধ কর্মসূচি তুলে নেয়ার সময় আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিল আজ বুধবার দুই মহাসড়কের পাশাপাশি রেল পথে অবরোধ করা হবে। তবে রেলওয়ে সূত্র জানায়, সকাল থেকেই ভাঙায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা বরিশাল মহাসড়কের পুখুড়িয়াতে মহাসড়কের উপর চৌকি পেতে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে আন্দোলনকারীরা। ভাঙার মনসুরাবাদে গাছের ডাল গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।

তবে ভাঙ্গার দক্ষিণ পাড়ে অবরোধ না থাকায় বরিশাল, পটুয়াখালী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী যান চলাচল অব্যাহত রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগে ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ছিল ফরিদপুর-২ আসন। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা অনেকটা অসহায়। এলাকাবাসীর যে দাবি তা পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। এখন এত মানুষকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, আন্দোলনকারীদের যে দাবি তা জাতীয় পর্যায়ের বিষয়। এখানে আসলে স্থানীয় প্রশাসনের করার কিছুই নাই। স্থানীয়ভাবে এটার সমাধান অসম্ভব।

Comments

The Daily Star  | English

Which countries are affected by Trump's travel bans to the US?

US President Donald Trump signed a proclamation on Tuesday further restricting the entry of foreign nationals to the United States.

1h ago