ভাঙ্গায় দুই মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, যাত্রী দুর্ভোগ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্থানীয়দের অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে, এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।
গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত এই অবরোধ চলছিল।

অবরোধকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ ও কাঠ ফেলে সড়ক বন্ধ করে রাখেন। এর ফলে ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া পর্যন্ত ১২ কিলোমিটার এবং ভাঙ্গা দক্ষিণপাড় থেকে টেকেরহাটের দিকে ৩ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা যায়। একই সঙ্গে, ঢাকা-খুলনা মহাসড়কের মিলিগ্রাম থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ কিলোমিটার এবং সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে প্রায় ২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৩ কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি আটকে থাকে।
ভোগান্তির শিকার যাত্রীরা জানান, অবরোধের কারণে তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন। এক যাত্রী রুস্তম শেখ (৪৩) তার পরিবার নিয়ে বরিশালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। তিনি বলেন, 'অবরোধের কারণে তিন ঘণ্টা ধরে বসে আছি। কখন বরিশালে পৌঁছাবো, কিছুই বুঝতে পারছি না।' আরেক বাসযাত্রী সুমন শেখ (৩৯) বলেন, 'ঢাকা থেকে কিছুদূর ভালোই এসেছিলাম, কিন্তু ভাঙ্গায় এসে আটকে গেছি। জানি না কখন মুক্তি মিলবে।'
ভাঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, 'মহাসড়ক সবদিক দিয়ে আটকে ফেলায় চারদিকেই যানজট হয়েছে। অবরোধকারীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রেখেছে, যার ফলে আমাদের পুলিশের গাড়ি চলাচলেও সমস্যা হচ্ছে। আমরা মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি, কিন্তু অবরোধকারীদের বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না।'
Comments