স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি উপেক্ষা করে আজও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া হুঁশিয়ারির পরও সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে ফরিদপুরের ভাঙ্গা এলাকার মানুষ।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ করার কর্মসূচি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অবস্থানের কারণে সকাল থেকে সড়কে নামতে পারেননি আন্দোলনকারীরা।

তবে, সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার দক্ষিণপাড়ে এবং ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের ছোঁয়াদীতে অবরোধ কর্মসূচি শুরু হয়। এর ফলে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানদার নূরুল হক জানান, সকাল ৬টা থেকে অবরোধকারীরা অবরোধ করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি বেশি থাকায় তারা সফল হতে পারেনি। তবে সকাল সাড়ে ১০টার পর থেকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকায় একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। সকাল ১১টার আগ পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণপাড়ে এক্সপ্রেসওয়েতে ওঠার মুখে টায়ার জ্বালিয়ে এবং সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় নারীরা ঝাড়ু মিছিলে অংশ নেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, 'আমরা সকাল থেকে চেষ্টা করেছি যাতে জনভোগান্তি না হয়। তবে আন্দোলনকারীরা অধিক সংখ্যায় এসে সকাল ১১টার দিকে দুটি মহাসড়ক আটকে দিয়েছে।'

আন্দোলনকারীদের অন্যতম নেতা আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে সড়ক অবরোধের ঘটনাকে 'অবৈধ দাবি' উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভাঙচুরের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে এক আন্দোলনকারী জানান, অজ্ঞাতনামা আসামি করে মামলা হওয়ায় তারা আশঙ্কায় রয়েছেন যে, রাস্তায় নামলে তাদের ধরে আসামি আনিয়ে দেবে।

তিনি বলেন, 'ভয় থাকলেও আন্দোলনকারীরা মহাসড়কের আশেপাশেই অবস্থান করছেন, যাতে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত তারা নিয়ে বসতে পারেন।'

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে সরিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে গতকাল রোববার থেকে তিনদিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয়রা।

দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে জাতীয় মহাসড়ক অবরোধ করে আন্দোলন কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এটা নির্বাচন কমিশনের বিষয়৷ তারা যুক্তি-তর্কের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে৷ ওই এলাকার জনগণ তাদের অভিযোগ যথাযথ চ্যানেলে জানাতে পারে। কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই।'

তিনি বলেন, 'রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় বরদাশত করা হবে না৷ তারা যদি আজকের মধ্যে অবরোধ তুলে না নেয়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে।'

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

The victim, Zahid, was not involved in the clash and had gone out with friends when he got caught in the middle of the violence, family says

21m ago