২২৭ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত
কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে দেশের ২ শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ২০৯টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি অধিদপ্তরের অ্যাসেট প্রকল্প জানায়, কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাসেট প্রকল্প এ প্রতিযোগিতা আয়োজন করে।
অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় সব বিভাগ, জেলা ও বেশ কিছু উপজেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা এ বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।


Comments