২২৭ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে দেশের ২ শতাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ২০৯টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি অধিদপ্তরের অ্যাসেট প্রকল্প জানায়, কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাসেট প্রকল্প এ প্রতিযোগিতা আয়োজন করে।

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় সব বিভাগ, জেলা ও বেশ কিছু উপজেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা এ বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। 

চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

23h ago