চমেক হাসপাতালে এসি মেরামতের সময়ে বিস্ফোরণ, আহত ৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভবনের ছাদে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণে তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন জানান, গাইনোকোলজি ওয়ার্ডের এসি ত্রুটিপূর্ণ ছিল। তাই হাসপাতাল কর্তৃপক্ষ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (পিডব্লিউডি) কাছে এটি মেরামতের অনুরোধ করে। মেরামতের সময়ই দুর্ঘটনাটি ঘটে।
আহত তিনজনই পিডব্লিউডির অধীনে কাজ করা এসি টেকনিশিয়ান। তারা হলেন— মো. সাখাওয়াত (২০), মো. তানভীর (১৯) ও মো. মিসকাত (১৯)। আহতদের দ্রুত সিএমসিএইচের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের প্রধান রফিক উদ্দিন আহমেদ বলেন, আহতদের মধ্যে সাখাওয়াতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
Comments