উত্তর গাজা ছাড়ার সময় ইসরায়েলি হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িতে করেই গতকাল নিরাপদ জায়গায় পালিয়ে যাচ্ছিল এক ফিলিস্তিনি পরিবার। ছবি: এএফপি

গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।

আজ শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি সংগঠন হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এতে বলা হয়েছে, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালে দেওয়া বিবৃতিতে ২৪ ঘণ্টায় সময়ও বেঁধে দিয়েছে তারা।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে 'উল্লেখযোগ্য' অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না বলেও জানিয়েছে তারা।

তবে উত্তর গাজার বাসিন্দাদের সরে যেতে ইসরায়েলের নির্দেশের বিরোধিতা করেছে জাতিসংঘ বলছে, ভয়াবহ মানবিক বিপর্যয় ছাড়া এত মানুষের স্থানান্তর সম্ভব নয়। এই নির্দেশনা প্রত্যাহারে ইসরায়েল সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তারা।

গাজায় ১০ লাখেরও বেশি মানুষের বসবাস।

ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়েই চলেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে এক হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। আহত সাড়ে সাত হাজারের বেশি। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত দুই হাজার ৮০০ জনেরও বেশি।

Comments

The Daily Star  | English
Osman Hadi air ambulance to Singapore for treatment

Air ambulance carrying Hadi departs Dhaka for Singapore

Critically injured Dhaka-8 aspirant set for Singapore treatment after emergency government decision

2h ago