১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলো হামাস

রেড ক্রসের কাছ থেকে জিম্মিদের বুঝে নিতে অ্যাম্বুলেন্সসহ প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। ছবি: এএফপি

চার দিনের যুদ্ধবিরতি চুক্তির ফলে প্রথম ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

আল-জাজিরা বলছে, ১৩ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে হামাসের দুটি সূত্র।

হামাসের সামরিক শাখার একটি সূত্র জানায়, রেডক্রস জিম্মিদের মিশর সংলগ্ন রাফাহ সীমান্তে নিয়ে যাবে। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।

 

Comments

The Daily Star  | English

Air Force F7 jet crashes in Uttara: ISPR

The aircraft crashed inside the Milestone College compound in Uttara 17 around 1:30pm, a student said

22m ago