হামাস প্রধান ইসমাইল হানিয়ের বাড়িতে বিমানহামলা, বোনসহ নিহত ১০

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে। ফাইল ছবি: রয়টার্স
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ের পারিবারিক বাসস্থানে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় তার বোনসহ অন্তত ১০জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

উত্তর গাজায় ইসমাইল হানিয়ের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে জানা গিয়েছিল, ইসরায়েলি সামরিল বাহিনী গাজা সিটিতে অবস্থিত শাতি আশ্রশিবিরে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যমে জানানো হয়েছে, এই হামলায় নিহত সকলেই হানিয়ে পরিবারের সদস্য।

হামাস নেতা ইসমাইল হানিয়ে (বাঁয়ে) ও ইয়াহিয়া সিনওয়ার। ছবি: এএফপি
হামাস নেতা ইসমাইল হানিয়ে (বাঁয়ে) ও ইয়াহিয়া সিনওয়ার। ছবি: এএফপি

এর আগে এপ্রিলে ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বোমাহামলায় হানিয়ের তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি প্রাণ হারিয়েছিলেন।

গাজা সিটির পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থীশিবিরের হামলায় হানিয়ের তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়ে এবং তার অন্তত তিন নাতি-নাতনি নিহত হন।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। জিম্মি হন প্রায় ২৫০ জন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৭ হাজার ৬২৬। আহতের সংখ্যা অন্তত ৮৬ হাজার ৯৮। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

গতকাল যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জেরে ২১ হাজার শিশু হারিয়ে গেছে, উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে অথবা গণকবরে শায়িত রয়েছে। 

Comments

The Daily Star  | English

Nepal Home Minister Ramesh Lekhak resigns amid protests

Resignation follows deaths of 19 people during Gen Z protests

19m ago