অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সম্প্রতি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। ছবি: সংগৃহীত
সম্প্রতি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

২১ আগস্ট সোমবার সন্ধ্যায় সিডনিতে এই সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রবাসী ব্যবসায়ীরা। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও যে সব সমস্যার কারণে ২ দেশের মধ্যে অবাধ বাণিজ্য সম্ভব হচ্ছে না সেগুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  মন্ত্রী বলেন, 'বাংলাদেশের বর্তমান সরকার প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছে। দেশে বিনিয়োগে উৎসাহী প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।'

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, 'আমরা সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা সম্ভব। মন্ত্রী প্রবাসী ব্যবসায়ীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

অস্ট্রেলিয়াজুড়ে নিবন্ধিত বাংলাদেশি সংগঠনের সংখ্যা প্রায় ২০০। প্রবাসী বাংলাদেশিদের ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফেডারেল ও স্টেট পার্লামেন্টে কয়েকজন আইনপ্রণেতা ও সিনেটর 'অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম' নিয়ে কথা বলেছেন।

গত সপ্তাহে তারা আশাবাদ ব্যক্ত করে পার্লামেন্টে বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্রিত করে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তারা আরো বলেন, এ ব্যাপারে 'অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম' একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আকিদুল ইসলাম : অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

22m ago