৮ বছর পর ক্ষমতায় ফিরলেন লুলা

লুলা দা সিলভা
লুলা দা সিলভা। ছবি: রয়টার্স

অনেক জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের ক্ষমতায় আবার ফিরেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করে ৭৭ বছর বয়সী লুলা আবার ক্ষমতায় ফিরলেন।

গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লুলা পেয়েছেন ৫০ দশমিক ৯ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী জায়ের পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট।

নিয়ম অনুসারে, আগামী ১ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন লুলা।

এর আগে তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

দ্বিতীয় পর্যায়ের ভোটে চূড়ান্ত বিজয়ের পর লুলা সমর্থদের বলেন, 'আমি ২১ কোটি ব্রাজিলিয়ানের শাসক। যারা আমাকে ভোট দিয়েছেন শুধু তাদের নই। আমাদের এক দেশ, আমরা এক জাতি। পৃথিবীতে ২টি ব্রাজিল বলে কিছু নেই।'

এর আগে তিনি পৃথিবীর বৃহত্তম আমাজন বন রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।

ফল ঘোষণার পর ডানপন্থি জায়ের বলসোনারো কোনো মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠজনরা প্রকাশ্যে তার পরাজয় মেনে নিয়েছেন। অনেকের ধারণা ছিল, বলসোনারো হয়তো এই অল্প ব্যবধানকে চ্যালেঞ্জ করবেন বা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলবেন। কিন্তু, এখন পর্যন্ত সেরকম কোনো বার্তা দেননি বলসোনারো।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago