আর্জেন্টিনায় ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে মৃত ১৩

বাহিয়া ব্লাঙ্কার স্পোর্টস ক্লাবের ছাদ ধসে পড়লে মারা যান ১৩ জন। ছবি: এক্সে পোস্ট করা ভিডিও থেকে স্ক্রিণশট/এনডিটিভি
বাহিয়া ব্লাঙ্কার স্পোর্টস ক্লাবের ছাদ ধসে পড়লে মারা যান ১৩ জন। ছবি: এক্সে পোস্ট করা ভিডিও থেকে স্ক্রিণশট/এনডিটিভি

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ঝড়ের কবলে পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। ঝড়ো বাতাসের দমকে একটি স্পোর্টস ক্লাবের ছাদ ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

গতকাল দিনভর বাহিয়া ব্লাঙ্কায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছিল।

স্কেটিং প্রতিযোগিতা চলাকালীন সময় স্পোর্টস ক্লাবের ছাদটি বাতাসের দমকে ভেঙে পড়ে। মেয়রের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এএফপি জানিয়েছে, গতকাল শনিবার বাহিয়া ব্লাঙ্কা শহরের মেয়র ফেদেরিকো সুসবিইয়্যেস সামাজিকযোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে মৃতের সংখ্যা নিশ্চিত করেন।

ধসে পড়া স্পোর্টস ক্লাব। ছবি: বাসস
ধসে পড়া স্পোর্টস ক্লাব। ছবি: বাসস

আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এ শহরটি দেশের সবচেয়ে বেশি শস্য উৎপাদনকারী অঞ্চলের অন্যতম।

শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েছে। যার ফলে শহরের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সহানুভূতি জানানো হয়। বিবৃতিতে স্থানীয়দের আজ রোববার সকালে ঘরে ভেতর অবস্থান করার অনুরোধ জানানো হয়।

এই বিবৃতিতে আজ রোববার সকালে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago