খেললেন না মেসি, লো সেলসোর গোলে জিতল আর্জেন্টিনা

লিওনেল মেসি মাঠে ছিলেন না, এমনকি সাইড বেঞ্চেও নয়। তবে গ্যালারিতে উপস্থিতিতি ছিলো তার। মেসিবিহীন আর্জেন্টিনা ধারালো ফুটবল উপহার না দিলেও ঠিকই ইতিবাচক ফল আদায় করতে পেরেছে।
বাংলাদেশ সময় শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা। ৩১ মিনিটে দলের একমাত্র গোল করেন জিওভানি লো সেলসো। বিশ্বকাপ বাছাইপর্বে খেলা সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা, এই জয়ে তাই একরকম কক্ষে ফিরে আসাও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে গোলের সুযোগ তৈরি করছিল আর্জেন্টিনা। ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ প্রথম দফায় হাতছাড়া করেন লাউতারো মার্তিনেস, অভিজ্ঞ ফরোয়ার্ড ১৩ মিনিটে আবার হতাশ করেন দলকে। ১৭ মিনিটে নিকো পাসের চেষ্টা প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক।
৩১ মিনিটে আসে কাঙ্খিত মুহুর্ত। মার্তিনেসের পাস বক্সের ভেতর ফাঁকায় পেয়ে নিখুঁত শটে জালে জড়াল স্প্যানিশ লা লিগায় রিয়াল বেতিসে খেলা মিডফিল্ডার। ম্যাচের বাকিটা সময় সুযোগ এলেও সেভাবে ধারালো ছিলো না। ম্যাচে ফেরার পরিস্থিতি এসেছিল ভেনেজুয়েলার সামনেও, তারাও পারেনি। ফলে এই ব্যবধানেই শেষ হয় ৯০ মিনিট।
আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
Comments