বিতর্কিত প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পেরুর আইনপ্রণেতারা

লাতিন আমেরিকার দেশ পেরুর আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। কংগ্রেসের আইনপ্রণেতারা ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে অভিশংসনের শুনানিতে হাজির হওয়ার জন্য প্রেসিডেন্টকে সমন পাঠান আইনপ্রণেতারা।
তবে সেই শুনানিতে যোগ দেননি প্রেসিডেন্ট দিনা বুলার্তে। যার ফলে ভোট অনিবার্য হয়ে পড়ে।
২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকেই দিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এসেছে। দেশে অপরাধের মাত্রা কমিয়ে আনতে ব্যর্থতাই তাকে সমালোচকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
ক্ষমতাগ্রহণের পর থেকেই দিনার জনপ্রিয়তা কমতে থাকে। তার পুরো মেয়াদজুড়ে পেরুর জনগণ একের পর এক বিক্ষোভে জড়িয়েছে। এ সময় দেশে দুর্নীতি, অপরাধের মাত্রা, নানা কেলেঙ্কারি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের দৌরাত্ম অনেক বেড়ে যায়।

পার্লামেন্টে ১২২ আইনপ্রণেতার মধ্যে ১১৮ জন তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেন। তাকে পদ থেকে সরাতে ৮৭ ভোটই যথেষ্ঠ ছিল।
কংগ্রেসের নেতা হোসে জেরি এই তথ্য জানান।
২০২৬ সালের এপ্রিলে পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রেসিডেন্টে হিসেবে দায়িত্ব নেবেন হোসে।
গত নয় বছরে পেরুতে ছয় জন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন। দিনার পূর্বসূরি পেদ্রো কাস্তিওকেও একইভাবে সরিয়ে দেওয়া হয়েছিল।
২০২৬ সালের জুলাইতে দিনার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
Comments