ইথিওপিয়ায় স্কুলে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক

ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের একটি স্কুলে বিমান হামলায় সেখানে আশ্রয় নেওয়া অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

মানবিক সহায়তা সংস্থার দুজন কর্মী ও তাইগ্রে বাহিনীর বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফেডারেল ও আঞ্চলিক সরকারের সঙ্গে ২ বছর ধরে সংঘাত চলাকালে আদি দাইরো শহরে এই বিমান হামলাকে সবচেয়ে মারাত্মক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইতোমধ্যে সংঘাতের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন।

বিমান হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা প্রায় ২৫ কিলোমিটার দূরে শায়ার শহরে পালিয়ে যাওয়ার পর মানবিক সহায়তা সংস্থার কর্মীদের জানান, এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন।

তবে এ ঘটনায় ইথিওপিয়া সরকারের মুখপাত্র লেজেসে টুলু, সামরিক মুখপাত্র কর্নেল গেটনেট আদানে এবং প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেনে সেয়ুম কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB has kept its policy rate unchanged for the second half of this year

18m ago