রাশিয়ার দাগেস্তানে পেট্রল স্টেশনে বিস্ফোরণে মৃত ২৭

রাশিয়ার দাগেস্তানের পেট্রল স্টেশনে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত দমকলকর্মীরা। ছবি: রয়টার্স
রাশিয়ার দাগেস্তানের পেট্রল স্টেশনে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত দমকলকর্মীরা। ছবি: রয়টার্স

রাশিয়ার দক্ষিণাঞ্চলের দাগেস্তানে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণে আগুনে পুড়ে মারা গেছেন অন্তত ২৭ ব্যক্তি।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রজাতন্ত্রের রাজধানী মাখাচকালায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত এই শহরে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪০ মিনিট) এই দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার স্বাস্থ্য উপমন্ত্রী ভ্লাদিমির ফিসেনকো জানান, প্রায় ৬৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। 

ঘটনাস্থলে ২৬০ জন জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন। গুরুতর আহতদের মস্কো নিয়ে যাওয়ার জন্য একটি আকাশযান মোতায়েন করা হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়ার সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স ডাক্তারদের বরাত দিয়ে জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত ৩টি শিশু ছিল।

প্রতিবেদনে আরও জানানো হয়, প্রায় ৬০০ বর্গমিটার জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং আরও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, পেট্রোল স্টেশনের বিপরীতে অবস্থিত গাড়ি পার্কিং লট থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, 'বিস্ফোরণের পরে সব কিছু এসে আমাদের মাথার ওপর পড়তে শুরু করে। আমরা আর কিছু দেখতে পারিনি।'

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, গাড়ি মেরামতের কাজ চলাকালীন সময় আগুনের সূত্রপাত হয় এবং এরপর একটি বিস্ফোরণ ঘটে।

কমিটি জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

দাগেস্তান প্রজাতন্ত্র রুশ ফেডারেশনের ৮৩টি প্রজাতন্ত্রের অন্যতম এবং এটি দেশের একেবারে দক্ষিণে অবস্থিত। মাকাচকালা থেকে রাজধানী মস্কোর দূরত্ব প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।

 

Comments

The Daily Star  | English

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from Islami Bank, Al-Arafah Islami Bank, Islami Bank Hospital, Ibn Sina Trust

9h ago