প্রিগোশিনের শেষকৃত্যে অংশ নেবেন না পুতিন

মস্কোর একটি অস্থায়ী স্মৃতিসৌধে প্রিগোশিনের পোর্ট্রেট ছবি। ছবি: রয়টার্স
মস্কোর একটি অস্থায়ী স্মৃতিসৌধে প্রিগোশিনের পোর্ট্রেট ছবি। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাড়াটে সেনাদল ভাগনারের সদ্য প্রয়াত নেতা ইয়েভগেনি প্রিগোশিনের শেষকৃত্যে অংশ নেবেন না।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো প্রিগোশিনের শেষকৃত্যে যোগ দেওয়ার 'কোনো পরিকল্পনা নেই' পুতিনের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রিগোশিনের শেষকৃত্যে পুতিন যোগ দেবেন কী না। উত্তরে পেসকভ বলেন, '(শেষকৃত্যে) পুতিন উপস্থিত থাকার কোনো সম্ভাবনা দেখছি না।'

পেসকভ জানান, ভাগনার প্রধানের শেষকৃত্য নিয়ে ক্রেমলিনের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা প্রিগোশিনের পরিবারের ব্যক্তিগত ব্যাপার।

রুশ উড্ডয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ভাগনার গ্রুপের প্রধান একটি ব্যক্তিগত জেট বিমানে ছিলেন, যেটি গত বুধবার মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। জেট বিমানের ১০ যাত্রীর কেউই বেঁচে নেই বলে জানায় কর্তৃপক্ষ। ঠিক ২ মাস আগে প্রিগোশিন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, যা ব্যর্থ হয়।

শুরুতে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হলেও রোববার রুশ তদন্তকারীরা নিশ্চিত করেন, উড়োজাহাজ থেকে উদ্ধারকৃত মরদেহের জিন পরীক্ষায় প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

পশ্চিমা নেতারা সন্দেহ প্রকাশ করেন, ক্রেমলিনের নির্দেশেই প্রিগোশিনকে হত্যা করা হয়েছে। ক্রেমলিন এই দাবি অস্বীকার করে এবং একে 'একেবারেই মিথ্যে' বলে অভিহিত করে।

Comments

The Daily Star  | English

A picture that lays bare the decay of our education system

Why have we failed to give quality education to schoolgoers?

17h ago