হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠক, টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আশা দেখছেন না জেলেনস্কি

ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ নিয়ে সমাধানে পৌঁছাতে গত আগস্টে আলাস্কায় বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তখন কোনো সমাধান আসেনি। 

তারা আবারো বৈঠকে বসছেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করবেন এই দুই নেতা। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এমনটি জানান।

মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপের পর এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে।

ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে তার আসন্ন বৈঠকের প্রস্তুতির জন্য এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তারা এক বৈঠকে বসবেন।
 
গত শুক্রবার ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে অস্ত্র সহায়তার প্রত্যাশায় হোয়াইট হাউসে যান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তবে বৈঠকে কথাবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প অস্ত্র সহায়তা দেওয়ার চেয়ে শান্তিচুক্তিতেই বেশি আগ্রহী বলেই মনে হচ্ছিল। এমনটি জানায় রয়টার্স।

জেলেনস্কি যে দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চান, ট্রাম্প তা দেওয়ার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ না করলেও বিষয়টি নিয়ে তিনি বেশ শীতল প্রতিক্রিয়া দেখান। 
 
ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট জেলেনস্কি এটা (যুদ্ধ) শেষ করতে চান, আর প্রেসিডেন্ট পুতিনও তাই চান। এখন শুধু তাদের একটু একসঙ্গে চলা দরকার।

পরে আলাদা এক স্থানে সংবাদ সম্মেলনে জেলেনস্কির কাছে সাংবাদিকরা জানতে চান, তিনি কি টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে 'আশাবাদী'? জবাবে জেলেনস্কি বলেন, 'না, আমি আশাবাদী নই— আমি বাস্তববাদী।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago