ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ করল আল-কায়েদা

ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তার ভিডিও প্রকাশ করল আল-কায়েদা
একেএম সুফিউল আনাম। ছবি: সংগৃহীত

ইয়েমেনে প্রায় ৬ মাস আগে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদার ইয়েমেন শাখা।

এএফপি জানায়, গত শনিবার ভিডিওটি সামনে আনে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত হন একেএম সুফিউল আনাম। ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

সেসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান,  সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন।

জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো এএফপিকে জানিয়েছিলেন, সুফিউলের সঙ্গে অপহরণের শিকার হয়েছেন জাতিসংঘের আরও চার কর্মী। 

শনিবারে প্রকাশিত ভিডিও বার্তাটি গত ৯ আগস্ট রেকর্ড করা হয়েছে বলে জানা  গেছে। ভিডিও বার্তায় ইয়েমেনে অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করতে জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন বাংলাদেশি নাগরিক সুফিউল আনাম।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে।

তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি। 

এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার হামলায় আল-কায়েদার ইয়েমেন শাখার ৬ সদস্য ও ২১ জন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা নিহত হয়েছেন। 

 

Comments

The Daily Star  | English
chocolate trend in Bangladesh

Mimi, nostalgia and new bites

Local, global brands offer treats for all budgets, with young people driving the demand

13h ago