সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হতে পারে আগামী ১ মার্চ

ছবি: সংগৃহীত

আগামী বছরের ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হতে পারে। তবে, চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

আজ সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র রমজান আসতে বাকি আর মাত্র মাস চারেক। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজানের জন্য দিনগণনা শুরু হয়েছে গেছে।

আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৫ সালের ১ মার্চ থেকে দেশটিতে রমজান শুরু হতে পারে।

তবে, রমজানের সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করবে। নির্দিষ্ট দিনে চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে চাঁদ দেখা কমিটি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago