যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা লঙ্ঘন করলে আমরাও একই কাজ করব: খামেনি

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র নিরাপত্তা লঙ্ঘন করলে ইরানও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সংবাদমাধ্যম আল জাজিরা ও জেরুজালেম পোস্ট শুক্রবার এ তথ্য জানিয়েছে।

খামেনি বলেন, 'তারা আমাদের হুমকি দিলে আমরাও তাদের হুমকি দেবো। যদি তারা সেই হুমকি কার্যকর করে, আমরাও আমাদের হুমকি কার্যকর করব। যদি তারা আমাদের জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করে, তবে নিঃসন্দেহে আমরা তাদের নিরাপত্তা লঙ্ঘন করব।'

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার অতীত অভিজ্ঞতাই বলে দেয় দেশটি 'বুদ্ধিমান বা বিচক্ষণ' না। যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক চুক্তির প্রতি সম্মান রাখে না বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তেহরানের সঙ্গে একটি পারমাণবিক শান্তি চুক্তি করতে চান। এই ঘোষণার পরই খামেনি এই মন্তব্য করেন।

২০১৫ সালে ওবামা প্রশাসনের উদ্যোগে বিশ্বশক্তিদের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে তেহরান। কিন্তু ২০১৮ সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প এবং ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবার ইরানের তেল বিনিয়োগের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, 'যুক্তরাষ্ট্র নতুন যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, তা অবৈধ ও অন্যায্য।'

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

1h ago