‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপনে মার্কিন কংগ্রেসে নতুন প্রস্তাবনা

'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপনে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন করে একটি প্রস্তাবনা উত্থাপন হয়েছে।

মার্কিন কংগ্রেসের নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির সদস্য গ্রেস মেং গত ২১ ফেব্রুয়ারি এটি উত্থাপন করেন।

১১৯তম কংগ্রেসের প্রথম সেশনে উত্থাপিত ১৪৯ নম্বর এই প্রস্তাবনার শিরোনাম 'শিক্ষার মাধ্যমে ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন'।

প্রস্তাবনাটি মার্কিন ফেডারেল সরকারের তদারকি ও সরকার সংস্কার কমিটির কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা প্রচারের জন্য ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছিল।

১৯৫২ সালে পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাদেশে বিক্ষোভে শিক্ষার্থীরা মারা যান। সেই দিনটিকে স্মরণ করে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য নির্ধারণ করা হয়।

ইউনেসকো প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে একটি বিষয়বস্তু বা থিম নির্ধারণ করে, যা ভাষাগত শিক্ষার বিভিন্ন দিককে উৎসাহিত করে।

২০২৫ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫তম বার্ষিকীতে আবারও বিভিন্ন ভাষার মর্যাদা, শান্তি ও বোঝাপড়া বৃদ্ধিতে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিকতার গুরুত্বকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

ইউনেসকোর অ্যাটলাস অব দ্য ওয়ার্ল্ডস ল্যাঙ্গুয়েজেস ইন ডেঞ্জারের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় আট হাজারের বেশি ভাষা বিদ্যমান এবং প্রায় এক হাজার ১৮১টি ভাষা আর ব্যবহার হয় না এবং প্রায় ছয় হাজার ভাষাকে 'বিপন্ন' হিসেবে উল্লেখ করা হয়েছে, যেগুলো কয়েক প্রজন্মের মধ্যে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩৫০টির বেশি ভাষায় কথা বলা হয়, যার মধ্যে অন্তত ১৬০টি ভাষা উত্তর আমেরিকানদের স্বতন্ত্র ভাষা।

ইউনেসকোর 'বিপদাপন্ন বিশ্বের ভাষাসমূহেরর অ্যাটলাস' অনুযায়ী, ইউরোপীয়রা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিল তখন ২৮০টি স্থানীয় উত্তর আমেরিকান ভাষা প্রচলিত ছিল, যার মধ্যে ১১৫টির বেশি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে এবং অনেকগুলো অত্যন্ত বিপন্ন।

মার্কিন যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে এবং বিদ্যমান ভাষাগুলো সংরক্ষণ করা এই ঐতিহ্য সংরক্ষণের জন্য একটি অপরিহার্য অংশ।

এসব কারণ উল্লেখ করে কংগ্রেস সদস্য গ্রেস মেং হাউজ অব রিপ্রেজেন্টেটিভে দুটি দাবি তোলেন। সেগুলো হলো—

১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন করা, এবং

২. যুক্তরাষ্ট্রের জনগণকে যথাযথ আয়োজন, কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে উৎসাহিত করা।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

4h ago