আতিকুলের মনোনয়ন বৈধ, শাফিনের বাতিল

Atiqul And Shafin
আতিকুল ইসলাম এবং শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঋণখেলাপির কারণ দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অপরদিকে, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ছাড়াও অপর চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে ইসি সূত্রের বরাতে জানা গেছে। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

এর আগে, আগামী ২৮ ফেব্রুয়ারির ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য শাফিন আহমেদকে নির্বাচিত করে জাতীয় পার্টি (জাপা)। এ খবর জানিয়ে গত ৩০ জানুয়ারি দলটি নির্বাচন কমিশন বরাবর একটি চিঠিও দেয়।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago