ক্রোয়েশিয়ান যুগলকে পেতে ৯২ মিলিয়ন পাউন্ড খরচ করছে ম্যানইউ

বিশ্বকাপে ভালো খেলে নজর কেড়েছেন অনেক অখ্যাত খেলোয়াড়ই। তাদের মধ্যে ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ও আন্তে রেবিচ অন্যতম। আর তাদের দিকেই নজর দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্মের দলবদলেই তাদের দলে ভেড়াতে চান ম্যানেজার হোসে মরিনহো।এ দুই খেলোয়াড়ের জন্য ৯২ মিলিয়ন পাউন্ড খরচ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

পেরিসিচ অবশ্য গত গ্রীষ্মেই মরিনহোর টার্গেট ছিলেন। তার দল ইন্টার মিলান তাকে ছাড়তে রাজিও হয়েছিল। কিন্তু পেরিসিচ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে আগ্রহ দেখাননি। এ নিয়ে কদিন আগেও আক্ষেপ প্রকাশ করেছেন মরিনহো। তবে বিশ্বকাপে পেরিসিচের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে আরেকবার তাকে কেনার আগ্রহ দেখাচ্ছেন তিনি।

বিষয়টি অবস নির্ভর করছে পেরিসিচের উপরই। এর আগে ১০ মিলিয়ন পাউন্ডে ইন্টারের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলেও এবার তাকে পেতে ৪৮ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি আছেন মরিনহো। অর্থাৎ বিশ্বকাপের নজর কাড়া পারফরম্যান্সে তার মূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।

পেরিসিচ যেমন তেমন, রেবিচের মূল্য তো বেড়েছে প্রায় ২৩ গুণ। তাকে ৪৪ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি ম্যানইউ কোচ। ইনট্রাখট ফ্রাংকফুর্টকে খুব শিগগীরই প্রস্তাব দিবেন বলে সংবাদ প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য সান।

অথচ ২০১৩ সালে ক্রোয়েশিয়ান ক্লাব স্পিলিত থেকে মাত্র ৪.০৫ মিলিয়ন পাউন্ডে ইতালির ফিওরেন্টিনায় আসেন রেবিচ। আর গত দুই মৌসুম ধারে খেলছেন জার্মানির ফ্রাংকফুর্টে। সপ্তাহ তিন আগে ১.৮ মিলিয়ন পাউন্ডে তাকে নিজেদের করে নেয় জার্মান ক্লাবটি। এই অল্প সময়েই প্রায় ২৩ গুণ বেশি লাভ হচ্ছে ক্লাবটির।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago