৭৫ ঘণ্টা পর নিভলো বঙ্গবাজারের আগুন

বঙ্গবাজার, বঙ্গবাজার আগুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,
ছবি: আব্দুল্লাহ আব্বাস/স্টার

রাজধানীর বঙ্গবাজারের আগুন ৭৫ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজধানীর বঙ্গবাজারের আগুন আজ সকাল সাড়ে ৯টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।'

এর আগে, মঙ্গলবার সকালে বঙ্গবাজারে আগুন লাগে। ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটের দোকান পুড়ে যায়। পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছিল আগুন। ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments

The Daily Star  | English
Will an upper house solve our governance woes

Will an Upper House solve Bangladesh’s governance woes?

Bicameralism and proportional representation are not the panacea to solve all our problems of abuse of power.

12h ago