ব্যবসার জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার, বিছানো হচ্ছে ইট

বঙ্গবাজার, বঙ্গবাজারে আগুন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন,
ক্ষতিগ্রস্ত এলাকায় ইট বিছাচ্ছে সিটি করপোরেশন। ছবি: দীপন নন্দী

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বসিয়ে ব্যবসা করার সুযোগ দিতে বঙ্গবাজারের দুর্ঘটনাস্থল প্রস্তুত করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুখপাত্র আবু নাছের বলেন, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে, করপোরেশন গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে অগ্নিকাণ্ডস্থল ব্যবসায়ীদের জন্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন, 'বঙ্গবাজারের ১ দশমিক ৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানো হবে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলা এবং প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় ২.৫ লাখ ইট বিছানো হবে এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলা হবে। আজকের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানো শেষ করতে করপোরেশনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।'

এ ছাড়াও, গতকাল সকাল থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান আছে। করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেখান থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh intensifies Covid-19 screening at Benapole amid surge in India

The move comes following an alert issued by the Directorate General of Health Services (DGHS) on June 6

2h ago