‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না’ বলে প্রার্থিতা হারালেন আজিজুর

মো. আজিজুর রহমান
মো. আজিজুর রহমান। ছবি: সংগৃহীত

ভীতি প্রদর্শনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।  

আজিজুর রহমান গত সোমবার এক জনসভায় 'নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না' বলে বক্তব্য দেন। 

এমন বক্তব্যের বিষয়ে ভোটের আগের দিন আজ বুধবার নির্বাচন কমিশনে শুনানি হয়।

ইসি সচিব মো. জাহাঙ্গীর বলেন, 'এ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রার্থী স্বীকার করায় লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।'

নির্বাচন কমিশনের নির্দেশে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন বলে জানান তিনি।

ইসি সচিব জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে ৪ নির্বাচন কমিশনারের সামনে ওই প্রার্থী ব্যাখ্যা দেন এবং ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তা গৃহীত হয়নি।

Comments

The Daily Star  | English

Breaking down the new populist playbook in Bangladesh

Many people think that the old authoritarian chapter is over and a new era has begun.

18h ago