এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন

ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমরা তিনটা দলের কাগজপত্র সঠিক পেয়েছি। সেই তিনটা দল হলো—এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে, তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। এবার ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এরপর ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে অধিকতর তদন্ত করে ইসি। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও অতীত নির্বাচনে অংশগ্রহণের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে ইসি এই তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago