এই আইপিএলই শেষ নয়, ইঙ্গিত দিলেন ধোনি

MS Dhoni
লক্ষ্ণৌতে ম্যাচ শুরুর আগে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশনের দেওয়া স্মারক উপহার বুঝে নিচ্ছেন মাহেন্দ্র সিং ধোনি। ছবি: আইপিএল

মাহেন্দ্র সিং ধোনি মুখ ফুটে কিছু বলেননি। তবে অনেকে পরিস্থিতি ও নানা বাস্তবতা পড়ে ধরেই নিয়েছিলেন, এবারই শেষ বারের মতন আইপিএল খেলতে নামছেন এই তারকা। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচের আগে ধারাভাষ্যকার ড্যানি মরিসনও সেই ভাবনা থেকে করেছিলেন এক প্রশ্ন, ধোনি দিয়েছেন ভড়কে দেওয়া জবাব।

বুধবার ম্যাচ লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ শুরুর আগে চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনিকে মরিসন জিজ্ঞেস করেন, 'দারুণ এই সফর, আপনার শেষ, কীভাবে উপভোগ করছেন?' ধোনির জবাব,  'আপনি ঠিক করছেন এটা আমার শেষ, আমি করিনি।'

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো ধোনির বয়স পেরিয়েছে ৪১। ২০১৯ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। জাতীয় দল থেকে অবসরে যাওয়া এই কিপার ব্যাটার খেলেন কেবল আইপিএলে।

গত বছর আইপিএলে শুরুতে অধিনায়কত্ব না করে দায়িত্ব দিয়েছিলেন রবীন্দ্র জাদেজাকে। তখনই তার গুটিয়ে যাওয়ার আভাস মিলছিল। জাদেজার নেতৃত্বে দল ভালো না করায় ফের দায়িত্বে আসেন তিনি। এবার আইপিএলের আগে ছক্কা হিটিং নিয়ে আলাদাভাবে আজ করেছেন। সেই ছাপও দেখা যাচ্ছে। নিচের দিকে নেমে খুব  বেশি বল খেলার সুযোগ না পেলেও অবদান রাখছেন তিনি।

কিপিং গ্লাভস হাতে সেরাটা দিচ্ছেন, নেতৃত্বের সেই পুরনো মুন্সিয়ানাও দেখাচ্ছেন নিয়মিত। ধোনির নেতৃত্বে খারাপ করছে না চেন্নাই। বুধবারের ম্যাচের আগ পর্যন্ত ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান তাদের।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago