বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে রশিদকে পাচ্ছে আফগানিস্তান

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দলের সেরা তারকা রশিদ খানকে পায়নি আফগানিস্তান। তবে চোটের কারণে বিশ্রাম কাটিয়ে ওয়ানডেতে অনুমিতভাবেই ফিরছেন তিনি। দলে আছেন সাদা বলে নিয়মিত তারকাদের প্রায় সবাই।

রোববার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৯ জনের বড় স্কোয়াড ঘোষণা করেছে। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে প্রথমবারের মতো ডাক পেয়েছেন  জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি। এরমধ্যে লেগ স্পিনার নাভিদ টেস্ট স্কোয়াডেও ছিলেন।

সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন রিস্ট স্পিনার নুর আহমেদ ও অলরান্ডার ফরিদ আহমেদ মালিক। দলে ফিরেছেন সৈয়দ আহমেদ শিরজাদ ও শাহিদুল্লাহ কামাল।

রশিদ খানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মুজিব উর রহমান, অভিজ্ঞ মোহাম্মদ নবিও। আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকিদের নিয়ে তাদের পেস আক্রমণ বেশ জুতসই।

অনুমিতভাবেই আছেন সাদা বলের নিয়মিত মুখ দুই আগ্রাসী ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ ও  নাজিবুল্লাহ জাদরান।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদউল্লাহ কামাল, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, জিয়া আকবর, ইজহারুলহক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শফি, সৈয়দ আহমাদ শিরজাদ।

৫ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। বিশ্বকাপ সামনে থাকায় প্রস্তুতির জন্য দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ।

Comments

The Daily Star  | English
biman flyers

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

49m ago