দুই টি-টোয়েন্টি মিলিয়ে ওয়ানডে আয়োজনের অভিনব ভাবনা ভিলিয়ার্সের

ab de villiers
ছবি: এএফপি

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত কী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন দর্শক থেকে ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের কেউ কেউ বাতলে দিচ্ছেন ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব টিকিয়ে রাখার নানান উপায়। এবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তারকা এবি ডি ভিলিয়ার্স হাজির হলেন নতুন এক পদ্ধতি নিয়ে। 

টি-টোয়েন্টির আদলেই হবে ওয়ানডে ম্যাচ। তবে সেখানে সাবেক ব্যাটার ভিলিয়ার্স যোগ করেছেন আরও অভিনব ভাবনা। নিজের ইউটিউব চ্যানেলে শনিবার এই প্রসঙ্গে বিস্তারিত বলেন তিনি, 'আমি (এবারের) বিশ্বকাপে অনুভব করেছি যে, খেলাটা আমার কাছে ধীরগতির লেগেছে। ৫০ ওভারের খেলাটাকে ৪০ ওভারের খেলায় রূপান্তর করা যেতে পারে। শুধু খেলাটা একটু ছোট করা আর কী। হয়তো দুটি টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে, যেখানে প্রথম টি-টোয়েন্টির পর বিরতি থাকবে। প্রথম ম্যাচ শেষে রানগুলো যোগ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে।'

'দ্বিতীয় ম্যাচে দলগুলো সুযোগ পাবে দলে বদল আনার। তো আপনি ১৫ জনের স্কোয়াড বাছাই করবেন। সেখান থেকে দ্বিতীয় ম্যাচে ধরুন, বাড়তি স্পিনার নামালেন। প্রথম ম্যাচ শেষে ৩০ রান পিছিয়ে থাকলে আপনি হয়তো অতিরিক্ত ব্যাটার নামিয়ে আগ্রাসী হলেন। আমার মনে হয়, এটা চমৎকার দৃশ্য হতে পারে।'

ওয়ানডে ফরম্যাটে পরিবর্তনের বড্ড প্রয়োজনীয়তা দেখেন ভিলিয়ার্স, 'এমনকি দ্বিতীয় ম্যাচের জন্য আরেকটা টসও হতে পারে। অথবা এভাবে হতে পারে যে, যারা প্রথমে ব্যাট করেছে, তাদের দ্বিতীয় ম্যাচে পরে ব্যাট করতেই হবে। আমার মনে হয়, এটার মধ্যে ভালো রোমাঞ্চ আছে। আমি অনুভব করি, আইসিসির কিছু না কিছু বদল আনা দরকার ৫০ ওভারের ক্রিকেটে। আমি মনে করি, ফরম্যাটটা বড় চাপের মধ্যে আছে।'

লিটল মাস্টার খ্যাত ভারতের কিংবদন্তি সাবেক তারকা শচিন টেন্ডুলকারও এক ওয়ানডেকে দুই ভাগে করার পরামর্শ দিয়েছিলেন। তবে তিনি শুধু ২৫ ওভারের আলাদা দুটি ইনিংসে ৫০ ওভারের ম্যাচ আয়োজনের কথা বলেছিলেন। সহজে বললে, টেস্ট ক্রিকেটের মতোই দুই ইনিংস মিলিয়ে ৫০ ওভার ব্যাট করবে একটা দল। এরপর ২৫ ওভারের দুই ইনিংস মিলিয়ে রানসংখ্যায় ফলাফল আসবে। তবে এখানে ২০টি উইকেটের বদলে ১০টি উইকেটই থাকবে।

ভিলিয়ার্সের মতো দুবার টস ও দলে বদলের ব্যাপার আসেনি শচিনের বাতলে দেওয়া পদ্ধতিতে। ওয়ানডে ক্রিকেট বেশি সময় নিয়ে নিচ্ছে বলেই সৃজনশীল হওয়ার দরকার মনে করেন ভিলিয়ার্স, '২০ ওভারের খেলা বিনোদনদায়ক। সবাই টি-টোয়েন্টি ভালোবাসে। ৫০ ওভারের বদলে দুইটা টি-টোয়েন্টির জায়গা আছে তাই। ৫০ ওভারের ফরম্যাট থাকবে, ওয়ানডের বিশ্বকাপও থাকবে, কিন্তু এভাবে কিছু বিনোদন আনা গেল। আমি মনে করি, এটা দর্শকদের জন্য খুব বিনোদনদায়ক হবে। দুই টি-টোয়েন্টির মাধ্যমে সময় কিছু কমিয়েও আনা যাবে। সৃজনশীল হোন, ক্রিকেটবিশ্বে এখন সৃজনশীল হওয়ার সময়।'

Comments

The Daily Star  | English

Bangladesh-origin NYPD officer killed in Manhattan shooting

Didarul Islam's wife was eight-months pregnant and the couple had two young boys

11m ago