দুই টেস্টের দুই নায়ক শামার-পোপের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

ছবি: এএফপি

হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের শেষ হাসিতে মূল ভূমিকা ছিল অলি পোপের। ব্রিসবেন টেস্টে শামার জোসেফের কাঁধে চড়ে অস্ট্রেলিয়াকে বধ করে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের দুই নায়ক তাদের স্মরণীয় পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে। দুজনই দিলেন বড় লাফ।

বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন ডানহাতি ইংলিশ ব্যাটার পোপ। তিনি আছেন ১৫ নম্বরে। টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে শামারের উন্নতি হয়েছে ৪২ ধাপ। ডানহাতি ক্যারিবিয়ান পেসার রয়েছেন ৫০তম স্থানে।

গত রোববার ভারতের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে ২৮ রানের নাটকীয় জয় পায় ইংল্যান্ড। দলটির দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের মনোমুগ্ধকর ইনিংস খেলেন পোপ। তার কল্যাণে স্বাগতিকদের ২৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে ইংলিশরা। সেটা টপকে যেতে পারেনি ভারত। তারা গুটিয়ে যায় ২০২ রানেই। ফলে প্রথম ইনিংসে ১৯০ রানের বিশাল লিড নিয়েও হারের তেতো স্বাদ পেতে হয় তাদের।

একই দিনে ব্রিসবেনে ৮ রানের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতা টানে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার অভিজ্ঞতা হয় তাদের। সব মিলিয়ে ২০০৩ সালের পর সাদা পোশাকের ক্রিকেটে দুই দলের লড়াইয়ে এটি ক্যারিবিয়ানদের প্রথম জয়। সেখানে সব আলো কেড়ে নেন শামার। এতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই তারকাখ্যাতি জুটে গেছে তার।

দ্বিতীয় ইনিংসে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল অজিরা। কিন্তু শামারের তোপে ২০৮ রানেই অলআউট হয় দলটি। ব্যাটিংয়ের সময় পায়ের আঙুলে পাওয়া চোটের যন্ত্রণা ভুলে একটানা ১২ ওভারের বিধ্বংসী স্পেলে তিনি ৬৮ রানে নেন ৭ উইকেট। প্রথম ইনিংসেও তার শিকার ছিল ১ উইকেট।

নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনই আছেন টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে সেরা দশে বেশ কিছু পরিবর্তন এসেছে। ছয় ধাপ করে অবনতি হয়েছে দুই অস্ট্রেলিয়ান ব্যাটার মারনাস লাবুশেন ও ট্রাভিস হেডের। লাবুশেন ১০ নম্বরে থাকলেও হেড চলে গেছেন বাইরে। তিনি আছেন একাদশ স্থানে।

দুই ধাপ অবশ্য উন্নতি হয়েছে আরেক অজি ব্যাটার উসমান খাওয়াজার। তিনি ইংল্যান্ডের হ্যারি ব্রুকের সঙ্গে যৌথভাবে সাত নম্বরে আছেন। বিবেচিত সময়ে কোনো টেস্ট না খেলেও পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের বাবর আজম রয়েছেন পঞ্চম স্থানে। তিন ধাপ এগিয়ে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে উঠেছেন নয়ে।

টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা নিঃশ্বাস ফেলছেন তার ঘাড়ে। দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান স্রেফ ২। অশ্বিনের রেটিং ৮৫৩, রাবাদার ৮৫১। এক ধাপ এগিয়ে চারে অবস্থান করছেন অশ্বিনের সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ।

এই সংস্করণের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা আগের মতো এক নম্বরে আছেন। যদিও চোটের কারণে বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্টে খেলতে পারবেন না তিনি। ব্যাট হাতে অবদানের জন্য সুপরিচিত জো রুট হায়দরাবাদ টেস্টে নেন মোট ৫ উইকেট। এতে এক ধাপ উন্নতি হয়েছে তার। ইংল্যান্ডের তারকা রয়েছেন চার নম্বরে। তিনি অর্জন করেছেন ক্যারিয়ারসেরা ৩১৩ রেটিং পয়েন্ট।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

The victim, Zahid, was not involved in the clash and had gone out with friends when he got caught in the middle of the violence, family say

13m ago