বিপিএল ফাইনাল: টস জিতে বোলিং নিল বরিশাল

Toss
ছবি: ফিরোজ আহমেদ

প্লে অফের দুই ম্যাচের মতই বিপিএলের ফাইনালের টস ভাগ্যও পক্ষে এলো তামিম ইকবালের। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উইকেটে শুরুতে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগাতে চান তিনি। ফাইনালের ম্যাচে একাদশে কোন বদল আনেনি বরিশাল।

শুক্রবার মিরপুরে ফাইনালে টস জিতে তামিম বলেন,  'সাধারণত এই উইকেটে প্রথম ইনিংসে বোলিং ভালো হয়। সেটা কাজে লাগিয়ে তাদের নাগালের মধ্যে আটকে রাখতে চাই।' 

টস হারলেও হতাশ নন লিটন দাস। তিনি বলেন টস হারলেও আগে রান করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তারা। শিরোপা জেতার মঞ্চে মোস্তাফিজুর রহমানকে ফিরে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনি ফেরায় মুশফিক হাসানকে বাইরে থাকতে হচ্ছে।

বিপিএলে এটি কুমিল্লার পঞ্চম ফাইনাল, টানা তৃতীয়। আগের চারবার ফাইনালে উঠে প্রতিটিতেই শিরোপা জিতেছে তারা। ফরচুন বরিশালের এটি দ্বিতীয় ফাইনাল। বরিশালের অন্য দুই ফ্র্যাঞ্চাইজি আরও দুবার ফাইনালে উঠে। কিন্তু কোনবারই বরিশালের কোন দল বিপিএলে চ্যাম্পিয়ন হয়নি।  

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, সৌম্য সরকার,  ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মেয়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়, মোহাম্মদ সাইফুদ্দিন। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস, সুনিল নারাইন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জনসন চার্লস, আন্দ্রে রাসেল, মঈন আলি, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম, রোহানুদৌল্লাহ বর্ষণ।  

Comments

The Daily Star  | English

'It feels like a night that has lasted a thousand years'

Loved ones of victims wait anxiously outside burn institute after Milestone tragedy

45m ago