চূড়ান্ত হলো বাংলাদেশের যুক্তরাষ্ট্র সফরের সূচি

ছবি: ফিরোজ আহমেদ

যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার চূড়ান্ত হলো দুই দলের তিন ম্যাচের সূচি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের দিনক্ষণ ও ভেন্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি)।

আগামী ২১ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে।

ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে টাইগাররা।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ দলের জন্য এই সফরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আদর্শ মঞ্চ। আমরা এই প্রস্তুতি পর্বের গুরুত্ব অনুধাবন করছি। এই অসামান্য অভিজ্ঞতাকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগানোর জন্য আমরা নিবেদিত রয়েছি।'

আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চলবে ২৯ জুন পর্যন্ত। এবারের প্রতিযোগিতার আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রে। ৮ জুন সকাল সাড়ে ৬টায় টেক্সাসের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন রাত সাড়ে ৮টায় নিউইয়র্কে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Comments

The Daily Star  | English
Clashes halt services at National Institute of Opthalmology

Clashes halt services at National Institute of Opthalmology

There is no atmosphere to provide services at the hospital, said its director Prof Khayer Ahmed Chowdhury

1h ago